বাংলা সাহিত্যের অন্যতম প্রাবন্ধিক, কবি, লেখক ‘কালিদাস রায়’🦂-এর আজ ১৩৩তম জন্মদিন। ১৮৮৯ সালের আজকের এই দিনে তিনি বর্ধমান জেলার কড়ুই গ্রামে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র-ভাবধারায় প্রভাবিত হয়ে তিনি কাব্যচর্চা শুরু করেন। এরপর কবিতা, ছোটগল্প, রম্য সাহিত্য ইত্যাদি রচনা করেন। বাংলা সাহিত্যে ‘বেতালভট্ট’ ছদ্মনামে লিখিত বহু রসরচনা পাঠক সমাজে সমাদৃত হয়েছে।
কালিদাস রায় ছিলেন চৈতন্যদেবের জীবনীকার লোচনদাসের বংশধর। কালিদাসের শৈশব কেটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। সেখান থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতার বৃত্তি গ্রহণ করেন। কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন তিনি। ১৯৭৫ সালে টালিগঞ্জে ‘সন্ধ্যার কুলায়’ নামক নিজস্ব বাসভবনে শেষনিশ𝄹্বাস ত্যাগ করেন কালিদাস রায়।
কালিদাস রায় রচিত অন্যতম কাব্যগুলি, কুন্দ, কিশলয, পর্ণপুট, ক্ষুদকুঁড়া ও পূর্ণাহুতি বিশেষ উল্লেখযোগ্য। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি তার ছিল অগাধ আগ্রহ। বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়তা ছিল তার কবিতাগুলোর বৈশিষ্ট্য। সাহিত্যেಞ ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন গুণী এই লেখক।